আজ সকাল ১০:৩৮মি এ ঢাকা সহ বেশকিছু জেলায় ভুমিকম্প হয়।
ঢাকার মালিবাগ চৌধুরীপাড়ায় মাটির মসজিদ এর সাথের এক বাড়ির ২/৩/৪ তালার ধালাই, পাসের একটি ২তালা বাসার উপর পড়ে এক যুবক আহত হয়।

ফায়ার সার্ভিসের এক ইউনিট ঘটনা ইস্থলে এসে সেই যুবকে উরধার করে হাসপাতালে পাঠানো হয়।
