মো: রফিকুল ইসলাম গলাচিপা পটুয়াখালী প্রতিনিধি
আজ ১৬ ডিসেম্বর। বাঙালি জাতির গৌরবোজ্জ্বল ইতিহাসের মহান বিজয় দিবস। সারাদেশের মতো পটুয়াখালীর গলাচিপায়ও নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার ও মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন অঙ্গ সংগঠনবৃন্দ।
উপজেলা প্রশাসন, গলাচিপা এর আয়োজনে বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুল মাঠে মহান বিজয় দিবস-২০২৫ পালিত হয়। স্বাধীনতার ৫৪তম বছরের পূর্তি উপলক্ষ্যে এক মহা উৎসবমুখর বিজয় মেলার আয়োজন করা হয়। উক্ত বিজয় মেলায় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলাধীন বীর মুক্তিযোদ্ধা/মুক্তিযোদ্ধা পরিবারবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসার, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), অফিসার্স ইনচার্জ, স্টেশন অফিসার, উপজেলাধীন সকল অফিসারবৃন্দ, শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আনসার সদস্য, পুলিশ সদস্য, গ্রামপুলিশবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।
