
ঢাকা: রাজধানীর মগবাজারে দিনদুপুরে সংঘটিত একটি চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনার অবশেষে পর্দা ফাঁস করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজ ঘিরে উত্তেজনার পর ছিনতাইকৃত মালামাল ও অস্ত্রসহ চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ডিবি।
গ্রেফতারকৃতরা হলো— মো. শামিম (বয়স ২৪), মো. জীবন ওরফে হৃদয় (২৭), সোহেল রানা (৩৬) এবং মকবুল হোসেন (২৫)।
ডিবি সূত্র জানায়, বৃহস্পতিবার (২৯ মে ২০২৫) সকালে তেজগাঁও বিভাগের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের হেফাজত থেকে ছিনতাইকৃত ব্যাগ, নগদ ৯ হাজার ৬০০ টাকা, একটি মোবাইল ফোন, ছিনতাইয়ে ব্যবহৃত দুটি চাপাতি, একটি সুইচগিয়ার এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
জানা গেছে, গত ১৯ মে মগবাজারের গ্রিনওয়ে গলিতে প্রকাশ্যে ছিনতাইয়ের একটি ঘটনা ঘটে। মুহূর্তেই সেই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী। থানা পুলিশ ও ডিবি যৌথভাবে অভিযানে নামে এবং দ্রুততম সময়ের মধ্যে চক্রের সদস্যদের শনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হয়।
ডিবির ভাষ্যমতে, গ্রেফতারকৃতদের মধ্যে সোহেল, হৃদয় ও শামীম সরাসরি ছিনতাইয়ে অংশ নেয় এবং মকবুল হোসেন ছিনতাইকৃত মালামালের ক্রেতা হিসেবে জড়িত।
তারা আরও জানায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য, যারা রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই করে বেড়াতো। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে।
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি।
