মো: রফিকুল ইসলাম গলাচিপা,পটুয়াখালী (প্রতিনিধি)
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি জনাব মোঃ হাসান মামুন।
স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে দেখা গেছে এক ধরনের উচ্ছ্বাস ও প্রত্যাশা— জনাব হাসান মামুনই যেন এই আসনে বিএনপির মনোনয়ন পান।
গলাচিপা উপজেলা বিএনপির এক সিনিয়র নেতা বলেন,
> “সংগঠনের কঠিন সময়ে হাসান মামুন ভাই যেভাবে মাঠে থেকে নেতাকর্মীদের সাহস দিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। আমরা চাই, দল তাকে প্রার্থী করুক।”
দশমিনা উপজেলা যুবদলের এক নেতা জানান,
> “তিনি ত্যাগী, শিক্ষিত ও নীতিবান রাজনীতিক। তরুণ প্রজন্মের মধ্যে তার গ্রহণযোগ্যতা ব্যাপক। মনোনয়ন পেলে এই আসনে বিএনপি জয়ের সম্ভাবনা অনেক বেড়ে যাবে।”

এছাড়া আমখোলা ইউনিয়ন যুবদলের নেতা সাইদুল মৃধা বলেন,
> “তার নেতৃত্বে সংগঠন নতুন প্রাণ পেয়েছে। তিনি সবার কাছে সহজ-সরল, যোগাযোগে দক্ষ এবং জনগণের কাছে গ্রহণযোগ্য।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ছাত্ররাজনীতি থেকে উঠে আসা হাসান মামুনের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং সংগঠন পরিচালনার দক্ষতা তাকে এই আসনের অন্যতম শক্তিশালী প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
নেতাকর্মীদের আশা, বিএনপি যদি তাকে মনোনয়ন দেয়, তবে গলাচিপা-দশমিনা আসনে দলটি আরও শক্তিশালী অবস্থান ফিরে পাবে এবং জনগণের সমর্থনও ব্যাপকভাবে বৃদ্ধি পাবে।
