প্রতিবাদ
আজিমপুর গনপূর্তের উপ-সহকারী প্রকৌশলী ওমর ফারুকের বিরুদ্ধে ফেস দ্যা পিপল নিউজ নামের একটি পেইজ হতে প্রাকশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যে ভিত্তিহীন। প্রতিবেদক একান্ত মনগড়া সংবাদটি প্রচার করেছেন।
প্রতিবেদক বলেছেন প্রকৌশলী ওমর ফারুক এর বিরুদ্ধে পাওয়া গেছে ব্যাপক দূর্ণিতী, অস্বচ্ছ আর্থিক লেনদেনের ও কমিশন বাণিজ্যের অভিযোগ।
কিন্তু প্রতিবেদক এর প্রতিবেদনটির কোন যথাযথ গ্রহনযোগ্য স্বাক্ষী, প্রমান বা কোন ব্যাক্তি প্রতিষ্ঠানের লিখিত আকারের অভিযোগ নেই। সম্পূর্ণ নিজ মনগড়া এবং উপ-সহকারী প্রকৌশলী ওমর ফারুককের সন্মান হানী করার অভিপ্রায়।
আরো বলেছেন উপ-সহকারী প্রকৌশলী ওমর ফারুক এর ধানমন্ডির একটি ফ্ল্যাট এর কথা।
উপ-সহকারী প্রকৌশলী ওমর ফারুক নিজ গ্রামের পৈতৃক সম্পত্তি ও স্বশুর এ থেকে প্রাপ্ত অর্থ এবং কিছু টাকা লোন করে এ ফ্ল্যাট ক্রয় করেন। প্রতিবেদক সম্পূর্ণ তথ্য সংগ্রহ না করে মিথ্যে সংবাদ পরিবেশন করে উপ-সহকারী প্রকৌশলী ওমর ফারুক সন্মান হানি করেন।
আরো বলেছেন ফ্যাসিস্ট হাসিনার দোষর হয়ে বিভিন্ন প্রকার সুযোগ, বদলি ঠিকাদার নিয়োগ করেছেন উপ-সহকারী প্রকৌশলী ওমর ফারুক। কিন্ত এ প্রতিবেদনটির কোন প্রকার ভিত্তি নেই সম্পূর্ণ মিথ্যা বানোয়াটে। এবং কোন প্রকার দলিল, লিখিত আকারের প্রমান নেই।
উপ-সহকারী প্রকৌশলী ওমর ফারুককে প্রতিবেদক ফোন করে সম্পদের উৎস জানতে চাইলে সাক্ষাতে কথা বলতে চেয়েছেন এতে কোন প্রকার অনৈতিক লেনদেনের কথা বলা হয়নি।
অতএব এ প্রতিবেদন টি সম্পূর্ণ মিথ্যে বানায়োটে, ভিত্তিহীন, আমি উপ-সহকারী প্রকৌশলী ওমর ফারুক ারে তীব্র নিন্দা জানাই এবং এর যথাযথ প্রতিবাদ প্রকাশ না করা হলে আমি আইনগত ব্যাবস্থা নিতে বাদ্য থাকিব।
নিবেদক
উপ-সহকারী প্রকৌশলী ওমর ফারুক
